সোমবার সন্ধেয় মালদার মানিকচক ফেরিঘাটে উল্টে গেল লরি বোঝাই একটি ভেসেল। ডুবে গিয়েছে কমপক্ষে ৮টি পাথর বোঝাই ট্রাক। ওই ঘটনায় লরির চালক-খালাসি মিলিয়ে শেষ খবর, কয়েকজন সাঁতরে পারে উঠলেও ১০ জন এখনও নিখোঁজ। অভিযোগ, ওভারলোড হওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে। ভেসেল ছিলেন জনা ২৪ যাত্রী। মানিকচক ঘাটে এলসিটি ভেসেলটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। ভেসেলে ছিল ১৬ চাকার মোট ১০টি লরি। উদ্ধার হওয়া লোকজনকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলো কমে আসায় রাতে উদ্ধারকাজ শুরু হয়নি।
Post a Comment
Thank You for your important feedback