বিহারের নির্বাচনের এবারের দলগুলি হাড্ডাহাড্ডি লড়াই করেছে, একে অপরকে টেক্কা দিতে হাতের সব তাস খেলেছে। আজকের এরা একসময় একে অপরকে ছেড়ে থাকতেই পারতেন না। একসাথে আন্দোলন, একসাথে জেলে যাওয়া। আচার্য বিনোবা ভাবে এবং জয়প্রকাশ নারায়ণের শিষ্য এরা। এরা লালুপ্রসাদ, নীতীশকুমার, সুশীল মোদি ও রামবিলাস পাসোয়ান। এঁরা প্রত্যেকে কংগ্রেস বিরোধী ছিলেন, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধির বিরুদ্ধে আন্দোলন করে জরুরি অবস্থার সময়ে জেলও খাটেন। পরে সদলবলে যোগ দেন জনতা পার্টিতে, সুশীল বাদে ১৯৮৮ তে জনতা দলে।
এরপর থেকেই চিত্র বদলাতে শুরু করে। লালু বিহারে যাদবদের, নীতীশ কুর্মীদের, রামবিলাস অবশ্য হওয়া মোরগ অর্থাৎ যে দল ক্ষমতায় এসেছে তার সাথেই হাত মিলিয়েছেন। তিনি ছিলেন দলিতদের এবং সুশীল মোদি প্রথম থেকেই বিজেপির প্রতিনিধিত্ব করেন। রামবিলাস প্রয়াত হলেও তার ফর্মুলা মেনে চলেছেন পুত্র চিরাগ। একসময়ের এই চার সুহৃদ কখনও কাছে কখনও বহু দূরে একে অপরের শত্রু হয়ে রাজনীতিতে আছেন।
إرسال تعليق
Thank You for your important feedback