নিভারের দাপটে মৃত ৩, শক্তিহীন ঘূর্ণিঝড় এখন নিম্নচাপ

 


প্রবল ঘূর্ণিঝড় নিভারের দাপটে প্রাণ হারালেন তামিলনাড়ুর তিনজন। উপড়ে পড়েছে হাজার খানেক গাছ। দেওয়াল ভেঙেছে অনেক জায়গায়। বহু নিচু এলাকা এখনও জলমগ্ন। বুধবার রাতে নিভার আছড়ে পড়ে পুদুচেরীর উপকূলের কাছে। পুদুচেরীর কাছে তামিলনাড়ুর কুদ্দালোরে ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি দেখে এসেছেন মুখ্যমন্ত্রী পলানিস্বামী। 

পুদুচেরীর মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, তাঁর রাজ্যে কোনও প্রাণহানি হয়নি। ঘূর্ণিঝড় নিভার মাটিতে আছড়ে পড়ার পর থেকে শক্তি হারিয়েছে। এখন তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি তিরুপতির কাছে এখন রয়েছে। পরে তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم