গুজরাতের একটি করোনা হাসপাতালে আগুনে পুড়ে মারা গেলেন ৫ জন করোনা রোগী। শুক্রবার ভোরে রাজকোটের মাদভি এলাকার উদয় শিবানন্দ হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। জানা যাচ্ছে, ওইসময় আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। ৬ জনকে বাঁচানো সম্ভব হলেও বাকি পাঁচজন ঝলসে গিয়েছেন। হাসপাতালটির তিনতলায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে মনে করা হচ্ছে।
সেখান থেকেই আগুন ছড়ায়। দমকল জানিয়েছে, তারা ৩০ জন রোগীকে উদ্ধার করেছে। ঘটনার তদন্তের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত আগস্টে আমেদাবাদের একটি হাসপাতালের চারতলায় আগুন লেগেছিল। এছাড়া, জামনগর, ভদোদরা এবং সুরাতেও এমনই ঘটনা ঘটেছিল।
إرسال تعليق
Thank You for your important feedback