ছেলেদের অপরাধে পদ ছাড়লেন কেরলের সিপিএম সম্পাদক

নিজের দুই ছেলের নানা অপরাধের অভিযোগের মুখে অবশেষে পদ থেকে সরে যেতে হল কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোদিয়ারি বালকৃষ্ণনকে। তিনি দলের রাজ্য সম্পাদকমণ্ডলীকে জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনেক অসুস্থতার জন্য তিনি সম্পাদেকর পদে থাকছেন না। তাঁর দীর্ঘদিনের ছুটি দল মঞ্জুর করেছে। তবে এই ছুটি কতদিনের তা জানা যায়নি। জানুয়ারিতে চিকিৎসার জন্য তিনি আমেরিকায় গিয়েছিলেন। তাঁর জায়গায় সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বামফ্রন্ট আহ্বায়ক এ বিজয়রাঘবনকে। ২০১৫ থেকে সম্পাদক পদে ছিলেন বালকৃষ্ণন। অচ্যুতানন্দনের মন্ত্রিসভায় তিনি মন্ত্রীও ছিলেন। তিনি দলের পলিটব্যুরোর সদস্যও।

 

 
সম্প্রতি কোদিয়ারির দুই ছেলে বিনেশ ও বিনয়ের বিরুদ্ধে বহু অভিযোগে তদন্ত চলছে। যৌন হেনস্থা থেকে মাদক কারবার, আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তিন ঘণ্টা জেরার পর বেঙ্গালুরুতে বিনেশকে গ্রেফতার করেছে ইডি। মাদক কারবারে জড়িত সন্দেহে ধরা হয় তাঁকে। এখন বিনেশ বেঙ্গালুরুর জেলে। বড় ছেলে বিনয়ের মুম্বইয়ের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই মহিলা আগে আরবে বার ড্যান্সার ছিলেন। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে গর্ভবতী কার হয়। আদালত তাঁর সন্তানের ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছে। এছাড়াও, ১৩ কোটি টাকার আর্থিক জালিয়াতির জন্য বিনয়ের আরব যাত্রা নিষিদ্ধ হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم