বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচন হবে রবিবার দুপুরে। জেডি (ইউ) নেতা নীতীশ কুমার শুক্রবার জানিয়েছেন, ওইদিন এনডিএ-র শরিকরা বৈঠকে বসে নাম চূড়ান্ত করবে। কবে শপথগ্রহণ ঠিক হবে তাও। এদিন জেডি (ইউ), বিজেপি, হিন্দুস্তান আওয়াম মোর্চা, বিকাশশীল ইনসান পার্টির নেতারা বৈঠক করেছেন। এবারের ভোটে বিজেপি ৭৪টি আসন পেয়েছে। তা জেডি (ইউ)-এর ৩১টি আসন বেশি।
তা সত্ত্বেও বিজেপি নির্বাচনের আগেই জানিয়ে দিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমারই। নভেম্বরের শেষে মেয়াদ ফুরোচ্ছে নীতীশের। তার আগেই তিনি পদত্যাগ করবেন। সম্ভবত সোমবার শপথ নেবেন নীতীশ কুমার। উল্লেখ্য, বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার কার্যকাল ছিল ১৭ বছর ৫২ দিন। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী রয়েছেন ১৪ বছর ৮২ দিন।
إرسال تعليق
Thank You for your important feedback