পুলিশের ব্যারিকেড ভেঙেই দিল্লির দিকে এগোচ্ছেন কৃষকরা

 

জলকামান, টিয়ারগ্যাস উপেক্ষা করে দিল্লির দিকে এগোচ্ছেন পাঞ্জাবের কৃষকরা। প্রবল ঠান্ডার মধ্যে রাত ১১টায় তাদের আটকাতে পুরোদমে জলকামান ছোঁড়া হয় হরিয়ানার সোনিপথে। বৃহস্পতিবার সন্ধে থেকেই রাস্তায় অবরোধ করে কেন্দ্রীয় কৃষি আইনে প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন  কৃষকরা। তারা চলে যেতে অস্বীকার করলে পুলিশ জলকামান ব্যবহার করে।

এখানেই শেষ নয়, ব্যারিকেডের সামনের রাস্তা পুলিশ খুঁড়ে রেখেছে। সেখান থেকে তোলা মাটি স্তূপ করে রাখা হয়েছে রাস্তার ওপরেই। তা সত্ত্বেও শুধু এখানেই নয়, বহু এলাকায় পুলিশের বাধা পেরিয়ে আন্দোলনকারী কৃষকরা পৌঁছে গিয়েছেন দিল্লির সীমান্তে। বৃহস্পতিবারও দফায় দফায় তাঁদের সঙ্গে হরিয়ানার বিভিন্ন জায়গায় পুলিশের সংঘর্ষ হয়েছে।  প্রায় তিনমাস ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন পাঞ্জাবের চাষিরা। এবার তাঁরা পুরো প্রস্তুতির সঙ্গেই দিল্লি চলো-র ডাক দিয়েছেন।

খাবার, জরুরি জিনিসপত্র সঙ্গে নিয়েই তাঁদের  মিছিল এগিয়ে চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা থামবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। অন্যদিকে, তাঁদের রাজধানীতে ঢুকতে না দেওয়ার জন্যও তৈরি প্রশাসন। সেখানে সীমান্তে লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া। এরইমধ্যে কেন্দ্রীয় পর্তিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষকদের আগামী ৩ ডিসেম্বর আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم