এই রাজ্য যে ক্রমেই আল-কায়দা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নিশ্চিন্ত আশ্রয়স্থল হয়ে উঠেছে সেটা আগেও বহুবার জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে একের পর আল-কায়দা এবং লস্কর জঙ্গির হদিশ মেলায় সেটাই প্রমান হল। এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি। তাঁদের সাম্প্রতিক রিপোর্টেই জানা যাচ্ছে রাজ্যে বড়সড় হামলার ছক কষেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির স্লিপার সেল। আইবি-র এই রিপোর্টের ভিত্তিতেই এনআইএ এই রাজ্যে সক্রিয় হয়ে তদন্ত শুরু করে বলেও জানা গিয়েছে।
আল-কায়দার নিশানায় রয়েছেন রাজ্যের একাধিক প্রথম সারির রাজনীতিক। এর জন্য অনলাইনে জঙ্গি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে আল-কায়দা। এই পরিস্থিতিতেই আল-কায়দা বাংলায় নাশকতা ঘটতে পারে বলে কেন্দ্রকে সতর্ক করল ইনটেলিজেন্স ব্যুরো বা আইবি। সূত্রের খবর, গত ৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে আইবি। ওই রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি জঙ্গি সংঠন লস্কর-ই-তৈবা ভারত থেকে ছেলেমেয়ে নিয়োগ করছে। বাংলা থেকে অল্পবয়সি ছেলেমেয়েদের দলে টানতে বিদেশি হ্যান্ডলারদের ব্যবহার করা হচ্ছে। তাঁদের মগজধোলাই করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বাংলা ও কেরল থেকে এখনও পর্যন্ত ১১ জন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এনআইএ। তাঁদের জেরা করেই বিভিন্ন বিস্ফোরক তথ্য হাতে পাচ্ছেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ থেকে উঠে এসেছে পাকিস্তানের করাচি এবং পেশোয়ারে দু’টি নিয়োগ কেন্দ্র খুলেছে আল কায়দা। সেখানে বেছে বাংলার অল্পবয়সী ছেলে মেয়েদের পাঠানো হচ্ছে। বাংলাভাষীদের জন্য আল কায়দা বাংলা আলাদা ভাবে কায়দাতুল জিহাদও তৈরি করেছে বলে জানা গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback