অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রাক্তনী সহ সেখানকার পত্রপত্রিকায় এখন একটাই বাক্য, কোহলি ছাড়া টিম ইন্ডিয়া অচল। একটিমাত্র টেস্ট খেলে কোহলি দেশে ফিরে আসছেন কারণ তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। ভারত অধিনায়কের এই পিতৃত্বকালীন ছুটি (Paternity leave) এখন সোশাল মিডিয়ার মূল আলচ্য বিষয়। মাঝপথে খেলা ছেড়ে দেশে ফিরেছেন হয়তো অনেকেই কিন্তু ফিরেও গিয়েছেন যেমন সচিন, ১৯৯৯ এর বিশ্বকাপ চলাকালীন তাঁর পিতৃবিয়োগ হয় তিনি তিনদিনের জন্য দেশে এসে ফিরে যান পরবর্তী ম্যাচগুলি খেলতে। এ বিষয়ে মুখ খুললেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ভারতের সর্বকালের শ্রেঠ অলরাউন্ডার কপিলদেব।
তিনি জানালেন, দেশের হয়ে লড়াই করা গর্বের তা সে ক্রিকেটই হোক না কেন। অস্ট্রেলিয়া থেকে কোহলির ফিরে আসাকে কপিল ভালোভাবে নেননি সেটা কপিলের কথা থেকেই পরিস্কার। তিনি জানেন, বিশ্বের অস্ট্রেলিয়াতে খেলা সবচাইতে কঠিন। তিনি বলেছেন, দেশের হয়ে খেলতে গিয়ে সুনীল গাভাসকর কোনওদিন ফাঁক রাখেননি। তিনি বলেন, সুনীল মাসের পর মাস দেশের বাইরে দলের হয়ে খেলেছেন কিন্তু ছেলের কথা বা নিজেকে দুর্বল করার কথা ভাবেননি |
إرسال تعليق
Thank You for your important feedback