মোবাইল অ্যাপে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত এক


‘হাইলাইট ফার্মাসিটি’ নামে একটি মোবাইল অ্যাপ খুলে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগ উঠল। অভিযোগ ওই মোবাইল অ্যাপে কম দামে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হাতের গ্লাভস সহ করোনা প্রতিরোধের বেশ কিছু সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হত। অনলাইন পদ্ধতিতে টাকা দিয়ে সামগ্রী অর্ডার নেওয়া হত। এরপর সেগুলি বাড়ি পৌঁছে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হত। সাধারণ এই অ্যাপেই পাতা ছিল ফাঁদ। সল্টলেক সিটি সেন্টারের কাছে একটি ঠিকানাও ছিল ওই অ্যাপে। কিন্তু টাকা দিয়েও বুকিং করা সামগ্রী হাতে পাচ্ছিলেন না ক্রেতারা। এই মর্মে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। তদন্তে নামে বিধাননগর পুলিশের সাইবার বিশেষজ্ঞরা।

ধৃত প্রতারক

এরপরই তাঁরা হদিশ পায় মূল চক্রীর। রবিবার রাতেই প্রতীক বাগ নামে ওই ব্যক্তিকে বেলেঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ জানতে পেরেছে, করোনা আতঙ্কের সুযোগ নিয়ে অনলাইনে মাস্ক, স্যানিটাইজার বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়েছে ওই ব্যক্তি। তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা জানতে পুলিশ ধৃতকে জেরা শুরু করেছে। তাঁকে সোমবার বিধাননগর আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিতে চায় বিধাননগর উত্তর থানার পুলিশ।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم