এবারের অস্কারের জন্য ভারতের সরকারি মনোনয়ন পেল মালয়ালম ফিল্ম জাল্লিকাট্টু। সেরা বিদেশি ছবি বিভাগে যাচ্ছে দক্ষিণের বিতর্কিত ষাঁড়ের লড়াই নিয়ে তৈরি ফিল্মটি। ফিল্ম ফেডারেশনের ১৪ জনের কমিটি মোট ২৭টি ফিল্মের মধ্যে বেছে নিয়েছে এই মালয়ালম ছবিটিকে। দৌড়ে ছিল ছপক, গুঞ্জন সাক্সেনা, গুলাবো সিতারোঁ, ছলাং, স্কাই ইজ ব্লু, চেকপোস্টের মতো ফিল্ম।
ফিল্ম ফেডারেশনের চেয়ারম্যান রাহুল রাওয়াল জানিয়েছেন, জাল্লিকাট্টুর বিষয়, প্রোডাকশন, নির্দেশনা দারুণ। পরিচালক লিজো জোস পালেসারি মানুষের ভিতরের আসল চেহারা তুলে এনেছেন। দেখিয়েছেন, আমরা পশুরও অধম। সেই জন্যই বেছে নেওয়া হয়েছে জাল্লিকাট্টুকে।
এই ফিল্মে অভিনয় করেছেন অ্যান্টনি ভার্গিস, চেম্বেন বিনোদ জোস, শান্তি বালচন্দ্রন। মুক্তির পর বহুল প্রশংসিত হয় জাল্লিকাট্টু। ২০০২ সালে লগনের পর আর কোনও ভারতীয় ছবি অস্কারে শর্টলিস্ট হয়নি। করোনার জন্য পিছিয়ে ২০২১ সালের ২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলস দেওয়া হবে আকাদেমি পুরস্কার।
إرسال تعليق
Thank You for your important feedback