করোনা মোকাবিলায় নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র

দেশে একাধিক রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার নতুন গাইডলাইন জারি করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই গাইডলাইন লাগু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্যকে কনেটনমেন্ট জোনে নিয়ম মানা ও জনসমাগম নিয়ন্ত্রণ করতে বলেছে। নিজেদের রাজ্যের পরিস্থিতি বিচার করে রাজ্যগুলি কন্টেনমেন্ট জোন ঠিক করতে পারবে, নৈশ কার্ফুর বিষয়েও সিদ্ধান্ত নিতে পারবে। কন্টেনমেন্ট জোনের বাইরে স্থানীয় লকডাউন করতে হলে নিতে হবে কেন্দ্রের অনুমতি।

কন্টেনমেন্ট জোনে সবরকম বিধি কড়াভাবে মেনে চলতে হবে। একমাত্র জরুরি কাজে ছাড় থাকবে। অত্যাবশ্যকীয় জিনিসপত্র কেনাকাটা ও ওষুধ কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। প্রতি বাড়িতে নজরদারি রাখতে হবে। কেউ পজিটিভ হলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে। আক্রান্তদের সঙ্গে যাদের যোগাযোগ তাদের তিনদিনের মধ্যে খুঁজে বের করতে হবে। এদিনই পাঞ্জাবে ১ ডিসেম্বর থেকে রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু জারি হয়েছে। মাস্ক না পরার জরিমানা দ্বিগুণ করে একহাজার টাকা হয়েছে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم