অতিরিক্ত মদ্যপান করায় বিপদের মুখে দিয়েগো মারাদোনা। তাই সুস্থ হয়েও রেহাই পেলেন না তিনি। বিশ্বের সর্বকালের সেরা এই ফুটবলারকে পাঠানো হল আর্জেন্টিনার শহর বুয়েন্স আয়ার্সের এক রিহ্যাব সেন্টারে। সূত্রের খবর, অতিরিক্ত অ্যালকোহলের আসক্তি ছাড়াতেই তাঁকে ওই রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। নিজের ৬০ তম জন্মদিনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁকে ভর্তি করাতে হয় এক হাসপাতালে। শারীরিক অসুস্থার পাশাপাশি তাঁর মানসিক সমস্যাও রয়েছে বলে দাবি করেন তাঁর চিকিৎসক লিপোলদো লুকি।
পরে তিনি আরও জানিয়েছিলেন, মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিল মারাদোনার। ফলে তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার করতে হয়েছে। এরপর বেশ কিছুদিন লা প্লাতার ওই হাসপাতালে থাকার পর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন দিয়েগো মারাদোনা। কিন্তু বাড়ি ফেরার বদলে তাঁকে যেতে হল রিহ্যাব সেন্টারে। তাঁর চিকিৎসক লিপোলদো লুকির দাবি, ‘আমাদের সবসময় ওঁর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হচ্ছে। বিশেষ করে এখন। তাই অতিরিক্ত অ্যালকোহল নির্ভরতা কমাতেই রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিতে হল’।
উল্লেখ্য, এর আগেও বহুবার মাদক ও মদ্যপানের জন্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ফুটবলের কিংবদন্তি। কিন্তু তবুও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এবারও হাসপাতালে ভর্তি থাকার সময় রোজই বহু অনুরাগী ওই হাসপাতালের সামনে ভিড় জমিয়েছিলেন।
Post a Comment
Thank You for your important feedback