শিশুদিবসে আজকের শিশুরা

আজ জাতীয় শিশুদিবস। প্রয়াত প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবসে পালিত হয় এই দিনটি। নেহরু শিশুদের খুব ভালো বাসতেন, তাই তাঁর নিজের নাম বাদ রেখে শিশুদের জন্য দিনটি উৎসর্গ করেছিলেন। দারিদ্র যেখানে রোজনামচা সেখানেই শিশুবিকাশ নিয়ে প্রশ্ন থেকেই যায়। 


আজ করোনা আবহে স্বাধীনতা উত্তর ভারতে শিশুদের অবস্থা সবচেয়ে অসহায়। ৭ মাস গৃহবন্দী, মানসিক বিকাশ হবে কী করে। শিশু মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, শিশুদের মানসিক সমস্যা সবচাইতে বেশি। স্কুলে যেতে পারছে না, বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, খেলাধুলা বন্ধ, বাড়ির বড়দের সাথে তাল মেলানোও কঠিন। শিশুদের শান্ত করতে সেলফোন হাতে ধরিয়ে তাদের আটকে রাখা হচ্ছে। ফল শিশুরা, বয়সের অনুপাতে বয়স্ক হয়ে পড়েছে, মোবাইলের কল্যানে পাকা পাকা কথা বলছে,চোখের ক্ষতি হচ্ছে সঙ্গে মানসিকতারও। করোনা কেড়ে নিয়েছে শিশুদের মন।  
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم