আইএসএল ডার্বির আগে প্রস্তুতি ম্যাচে জয় চনমনে এসসি ইস্টবেঙ্গলের

এবারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগ খেলবে ইস্টবেঙ্গল। বহু টালবাহানার পর শতবর্ষের মধ্যেই ইস্টবেঙ্গলে আসে নতুন বিনিয়োগ এবং অপ্রত্যাশিতভাবেই সুযোগ আসে আইএসএলে। ইতিমধ্যেই পূর্ণশক্তি নিয়ে ইস্টবেঙ্গল গোয়াতে অনুশীলণ শুরু করেছে। এবার প্রস্তুতি ম্যাচও শুরু করে দিল তাঁরা। আর প্রথম প্রস্তুতি ম্যাচেই দুর্দান্ত জয়। আইএসএলে নবাগত এসসি ইস্টবেঙ্গল হারাল আইএসএলের পুরোনো দল কেরল ব্লাস্টার্সকে। যারা এবারের আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে-মোহনবাগানের। এসসি ইস্টবেঙ্গল জিতল ৩-১ গোলে। জোড়া গোল করলেন তারকা মিডিও অ্যান্টনি পিলকিংটন এবং বাকি গোলটি ইয়ুমনাম গোপীর। 

 


মণিপুরের ২১ বছর বয়সী ফুটবলার অতীতে খেলেছেন এটিকের রিজার্ভ টিমে। নেরোকা ও ভবানীপুরে খেলা সেই ফুটবলারকে ইস্টবেঙ্গলে এনেছেন সহকারী কোচ রেনেডি সিং। গোয়ার একটি স্থানীয় মাঠেই এই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল দুই দল। ইস্টবেঙ্গলের তারকা কোচ রবি ফাওলার ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রত্যেককেই সুযোগ দিলেন ম্যাচে। উল্লেখ্য, কেরল ব্লাস্টার্স দলের কোচ আবার কীবু ভিকুনা। তিনি গত আই লিগে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন। সেই দিক থেকে প্রথম প্রস্তুতি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের দুর্দান্ত জয় আশার সঞ্চার করবে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। আর আইরিস তারকা অ্যান্টনি পিলকিংটনের পারফর্মেন্সও আশাপ্রদ। 




আগামী ২৭ নভেম্বর বহু প্রত্যাশিত ডার্বি ম্যাচ দিয়েই শুরু হবে এসসি ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান। প্রথম ম্যাচেই তাঁরা মুখোমুখি হবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না কোচ রবি ফাওলার এবং টিম ম্যানেজমেন্ট। দলের তারকা কোচ কয়েকটি প্রস্তুতি ম্যাচের আবদার করে টিম ম্যানেজমেন্টের কাছে। আর কোচের আবদার মেনেই দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে ফেলেন তাঁরা। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে নামবে আগামী ২০ নভেম্বর। 

 


 


ইস্টবেঙ্গলের নবাগত কোচ ইতিমধ্যেই ডার্বি ম্যাচের গুরুত্ব বুঝে নিয়েছেন। তাই প্রস্তুতি ম্যাচে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করে নিতে চাইছেন রবি ফাওলার। ফুটবলাররাও বুঝে গিয়েছেন এই দুই ম্যাচের গুরুত্ব। এই মাচগুলিতে ফুটবলারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই চূড়ান্ত দল গঠন করবেন কোচ। সেই মতোই তৈরি হবে ডার্বি ম্যাচের ছক। আর এই প্রস্তুতি ম্যাচে নিজেদের উজার করে ডার্বি ম্যাচে প্রথম দলে জায়গা পেতে মরিয়া ইস্টবেঙ্গলের ফুটবলাররা।


 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم