মাইনাস ৭০ ডিগ্রিতে রাখতে হবে ফাইজারের টিকা

ফাইজারের করোনা টিকা রাখতে হবে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায়। সেটাই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে তা বড় চ্যালেঞ্জ। এই তাপমাত্রা বজায় রাখা রীতিমতো কঠিন। বিশেষকরে, গ্রামাঞ্চলে সমস্যা আরও বেশি। দিল্লি এইমসের ডিরেকটর রণদীপ গুলেরিয়া বুধবার জানান, করোনার টিকার তৃতীয় পর্বের পরীক্ষা খুবই আশাব্যঞ্জক। 

 

দিল্লিতে করোনা  বেড়ে চলেছে। রয়েছে দেওয়ালি. ছটের মতো সুপার স্প্রেডার উৎসবের মরসুম। সেখানে বহু লোকসমাগম হবে। সেইসব ক্ষত্রে লোকেরা যথেষ্ট সতর্ক হননি, এটা বোঝা যাচ্ছে। এই ঊর্ধ্বগতি ঠেকাতেই হবে। আমেরিকায় নভেম্বরের শেষেই ফাইজার বায়োটেক তাদের টিকার নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট তথ্য জোগাড় করতে পারবে। তিন সপ্তাহের ব্যবধানে দুইবার টিকা দেওয়া হবে। সেজন্য প্রস্তুতি চলছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم