ধর্মঘট নিষিদ্ধ উত্তরপ্রদেশে, জারি হল এসমা

আগামী ৬ মাস সবরকম ধর্মঘট নিষিদ্ধ করে রাজ্যে এসমা জারি করল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। রাজধানী লখনউয়ে জারি হয়েছে ১৪৪ ধারা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা বনধ বানচাল করতেই এই সিদ্ধান্ত। অত্যাবশ্যক পরিষেবা আইন বা এসমা অনুযায়ী ১ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে ১ হাজার টাকার। পুলিশকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতারের ঢালাও ক্ষমতা দেওয়া হয়েছে। 

 

মে মাসে উত্তরপ্রদেশে এসমা জারি হয়েছিল, তা আগামী মে মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারের যুক্তি, করোনা মোকাবিলার জন্যই এসমা জারি হয়েছে। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেডরিওয়াল বলেছেন, কৃষি আইন প্রত্যাহার করার বদলে কৃষকদের শান্তিপূর্ণ জমায়েত ভাঙতে জলকামান ব্যবহার করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ সাংবিধানিক অধিকার।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post