উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ভেসে গিয়েছিল বেশিরভাগ চাষের জমি। উত্তরের কয়েকটি জেলায় অর্ধেকের বেশি ফসল নষ্ট হয়েছে। তাতেই বাজারে সবজির দাম আকাশছোঁয়া। এবার হাতির তান্ডবে বাকি ফসলও নষ্ট হতে বসেছে। বর্ষার হাত থেকে বাঁচিয়ে রাখা ফসলে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। তাতেই নষ্ট হচ্ছে শেষ মাঠের ফসল। ফলে ক্ষোভ দানা বাঁধছে কৃষকদের মনে। এই ক্ষোভের প্রতিফলন ঘটল আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায়। বনকর্মীদের ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে দিনেদুপুরে ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল। যার জেরে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার ফসল। জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল এমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে বুনো হাতির দল হানা দিয়ে নষ্ট করে দিল কয়েক বিঘা জমির ফসল। বনকর্মীরা সেই বিষয়টি দেখতে গেলে তাদের ঘেরাও করেন গ্রামবাসীরা। আটকে রেখে চলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। বর্তমান বাজারদর হিসাবে ক্ষতিপূরণ দাবি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের। বিমল দাস নামে এক কৃষক জানিয়েছেন, তাঁর দুই বিঘা আলুর খেত ও এক বিঘা লাউয়ের জমি নষ্ট হয়েছে হাতির তাণ্ডবে। লাউ জমির ক্ষতিপূরণের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
إرسال تعليق
Thank You for your important feedback