পদত্যাগপত্র জমা দিলেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না

মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বিধানসভার স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। বৃহস্পতিবার কোন্নগরে সেই কথা জানালেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। এদিন প্রবীরবাবু জানান, বেচারাম মান্নার সাথে অনেকবার কথা হলেও কোনওভাবেই তাঁকে বোঝানো যায়নি। বেচারাম ফোনে বারবার শুধু জমিয়েছেন ক্ষোভের কথা। তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে।

 

 তবে এদিন বেচারাম মান্নার পদত্যাগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে হুগলি জেলায়। জানা গিয়েছে, বেচারামকে তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়। এনিয়ে সুব্রত বক্সির সঙ্গে কথা হয়েছে তাঁর। তাঁর পদত্যাগ গৃহীত হয়নি বলে দলীয় সূত্রের খবর। উল্লেখ্য, হুগলিতে তৃণমূলের ভিতরে গোলমাল এখন চরমে। হুগলি জেলা তৃণমূলে সিঙ্গুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বেচারামের কোন্দল অনেক দিনের। তৃণমূলের ব্লক সভাপতি নির্বাচন নিয়ে তা চরমে ওঠে। প্রকাশ্যেই দল ছাড়ার হুমকিও দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এদিন বিধানসভায় স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে এসেছেন বেচারাম।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم