কোচবিহারের জয়গাঁয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে। তাঁর কনভয়ের ৩টি গাড়ির উপর হামলা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এদিন কোচবিহার থেকে জয়গাঁয় দলের কর্মসূচিতে যাচ্ছিলেন দিলীপ। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। গো ব্যাক স্লোগান ওঠে। কনভয়ে ছিলেন কালচিনির প্রাক্তন বিধায়ক উইলসন চম্প্রামারিও।
বিজেপির অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় ছিল। পুলিশের বক্তব্য, আলিপুরদুয়ারের জয়গাঁয় দিলীপবাবুর কনভয় আটকে কালো পতাকা দেখাচ্ছিল একদল লোক। তখনই ভিড় থেকে কেউ ঢিল ছোঁড়ে। তাতেই স্থানীয় পঞ্চায়েত সদস্যের গাড়ি ভেঙেছে।
إرسال تعليق
Thank You for your important feedback