রিপাবলিকদের বহুদিনের শক্ত ঘাঁটি আরিজোনায় জয় পেলেন ডেমোক্রাট জো বাইডেন। শুক্বরা তিনি আরিজোনা থেকে ১১টি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে নিজের ব্যবধান নিয়ে গেলেন ২৯০ সংখ্যায়। ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোট এখন ২১৭। ৫৩৮ সদস্যের ইলেকটোরাল কলেজ ভোটে গরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭০ ভোটের। এখনও নিজের পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। তিনি নানারকমের ভিত্তিহীন অভিযোগ করে মামলার জন্য তাল ঠুকছেন।
বাইডেন আরিজোনায় জিতেছেন ১১ হাজার ভোটে, শতাংশের হিসেবে ০.৩। ১৯৯৬ সালে বিল ক্লিন্টন জেতার পর থেকে বাইডেনই হলেন প্রথম জয়ী ডেমোক্রাটিক প্রার্থী। ১৯৯৬ সালের পর থেরে এই প্রদেশে কোনও ডেমোক্রাট জেতেননি। গত নির্বাচনেও ট্রাম্প এখানে হারিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে। এখনও চূড়ান্ত ফল বাকি নর্থ ক্যারোলিনা আর জর্জিয়ার। সেখানে লড়াই হাড্ডাহাড্ডি।
Post a Comment
Thank You for your important feedback