নভেম্বর শেষ হতে চলল, তবুও হালকা করে পাখা চালিয়ে ঘুমাতে হচ্ছে রাজ্যবাসীকে। কিন্তু এবার সত্যিই শীত আসছে বঙ্গে। মেঘ কেটে রবিবার সকাল থেকেই আকাশ পরিস্কার হয়েছে। আবহবিদদের দাবি, রাত থেকেই ঠান্ডা বাড়বে। তবে এখনই শীত পড়বে না, শীতের শুরুর শিরশিরানি অনুভব করা যাবে বলেই জানাচ্ছেন আবহবিদরা। উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে বাংলায়। ফলে আগামী সপ্তাহেই শীত পড়বে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ১৭-১৮ ডিগ্রিতে নামতে পারে পারদ, জেলায় তা থাকবে ১৪-১৫ ডিগ্রির আশপাশে।
রবিবার বা কাল, সোমবার থেকে বেশ কয়েকটি বাধারই সরে যাওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে শ্রীলঙ্কা উপকূলে সৃষ্টি নিম্নচাপ শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর টানে উত্তুরে বাতাস শক্তিশালী হতে পারে। সব দিক দেখেই ঠান্ডার পড়ার সুখবর শুনিয়ে রাখলেন আবহবিদরা। অপরদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী ‘লা নিনা’ তৈরি হয়েছে। যার দাপটে এবার কাশ্মীর সহ উত্তর ভারতে তুষারপাত বেশি হবে। এর জেরেই উত্তর ভারতে শীতের দাপট বাড়বে বলেই মনে করছেন আবহবিদরা। যার প্রভাব পূর্ব ভারতেও পড়বে।
إرسال تعليق
Thank You for your important feedback