রাশিয়ার প্রসিডেন্ট পুতিন মানতে অস্বীকার করে দিলেন ৪৬ তম মার্কিন নির্বাচনের ফলাফলকে। রবিবার রাশিয়ার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, জো বাইডেনকে এখনই মানতে প্রস্তুত নন তিনি। আমেরিকার নাগরিকদের কাজের প্রতি যে আত্মবিশ্বাস আছে এই প্রসঙ্গে বলেন। পুতিন স্পষ্ট করে দেন যে বাইডেনকে এখনই শুভেচ্ছা না জানানোর পিছনে অন্য কোনও কারণ নেই।
পুতিনকে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন ‘দু দেশের সম্পর্ক অনেক আগে খারাপ হয়ে গিয়েছে’। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৪৫ তম অর্থাৎ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মত ছিল ক্রেমলিনের বলে অনেকে অভিযোগ করেছিল। পুতিন প্রসঙ্গত বলেন আমরা অপেক্ষা করছি সেই দেশের রাজনৈতিক সমস্যা মেটার, নির্দিষ্ট কাউকে পছন্দ করি না তা নয়। বিশ্লেষকদের মতে, পরে ফের সংঘাতের দিকেই হাঁটবে আমেরিকা-রাশিয়া। হোয়াইট হাউসে যেই বসুন না কেন, সেই বিষয়ে চিন্তিত নয় পুতিনের রাশিয়া।
إرسال تعليق
Thank You for your important feedback