একুশের টার্গেট আদিবাসী ভোট, কাল চারদিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী

বছর পেরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যাচ্ছেন বাঁকুড়ায়। চারদিনের জেলা সফর মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন প্রশাসনিক বৈঠক সহ আরও কয়েকটি কর্মসূচিতে। যোগ দেবেন দলীয় জনসভাতেও। ফলে ভোটের মুখে তাঁর সফর ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। 

অপরদিকে মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বাংলার রাজনৈতিক মহলে জল্পনা, এবার আদিবাসী ভোট ব্যাঙ্কই লক্ষ্য মুখ্যমন্ত্রীর। সোমবার বাঁকুড়ায় যাচ্ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী, থাকবেন বৃহস্পতিবার পর্যন্ত। তাঁর এই চারদিনের এক জেলায় সফর কার্যত নজীরবিহীন। কারণ এর আগে তিনি এতদিনের জন্য কোনও জেলায় যাননি। 


প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাঁকুড়ায় এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ। তাঁর সফরের কুড়ি দিনের মাথায় বাঁকুড়ায় পা রাখছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের চার দিনের জেলা সফরে ঘিরে রয়েছে ঢালাও কর্মসূচী। ২৩ নভেম্বর অর্থাৎ সোমবার দুপুরে হেলিকপ্টারে মূখ্যমন্ত্রী পৌঁছাবেন বাঁকুড়ার খাতড়ায়। সেখানকার গুরুসদয় মঞ্চে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পরদিন বাঁকুড়া শহরে ফিরে সিধু কানু স্টেডিয়ামে এক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। 

২৫ নভেম্বর বাঁকুড়ায় একটি দলীয় জনসভা করবেন। শুনুকপাহাড়িতে হবে দলীয় জনসভাটি এমনটাই দলীয় সূত্রে খবর। এই সফরকে কেন্দ্র করে আপাদমস্তক সাজিয়ে তোলা হচ্ছে মুকুটমনিপুরকে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে সর্বত্র। থাকছে স্বাস্থ্যবিধির কড়া নিয়মও। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রত্যেকের কোভিড টেস্ট করে নিশ্চিত হওয়ার পরই প্রবেশাধিকার দেওয়া হবে প্রশাসনিক বৈঠকে।


রাজনৈতিক মহলের অভিমত, বাঁকুড়া সহ আশপাশের পুরুলিয়া,  ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি বিধানসভায় আদিবাসী ভোট ব্যাঙ্কই নির্নায়ক ভূমিকা নেবে। মূখ্যমন্ত্রীর এই সফরে এসে আদিবাসীদের প্রতি কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মূখ্যমন্ত্রী সবসময়ই আদিবাসী মানুষের পাশে থেকে তাঁদের নিরন্তর উন্নয়নের চেষ্টা করেছেন। তাই নতুন করে আর কিছু প্রমান করতে হবে না। 

কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটের ফল কিন্তু অন্য কথা বলছে। বাঁকুড়ার দুটি লোকসভাতেই হার স্বীকার করতে হয়েছে শাসকদলকে। বিজেপি এই অঞ্চলে যথেষ্ঠই প্রভাব বিস্তার করেছে। তাই বিধানসভা ভোটে ফের ভরাডুবি যাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী চারদিনের লম্বা সফর করছেন বাঁকুড়ায়। তিনি প্রশাসনিক কর্তাদের থেকে উন্নয়নের হিসেব যেমন নেবেন, তেমনই দলীয় নেতৃত্বের কাছ থেকেও সাংগঠনিক বিষয়ে খবরাখবর নেবেন। তবে বিজেপির কটাক্ষ, মানুষ তৃণমূলের সমর্থনে নেই, তাই কাউকে ভুল বুঝিয়ে লাভ নেই।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post