প্রায় ৬ মাস পর আমফান ঘূর্ণিঝড়ের জন্য রাজ্যকে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি পশ্চিমবঙ্গের পাশাপাশি ওডিশা, মহারাষ্ট্র, কর্নাটক, সিকিম, মধ্যপ্রদেশকে বন্যা ও ধস মোকাবিলায় প্রায় ৪ হাজার ৩৮১ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে।
উল্লেখ্য, গত ২০ মে সুন্দরবনে ১৮৫ কিলোমিটার বেগে প্রবল ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়েছিল। বিধ্বস্ত হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তারপর ২৩ মে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে রাজ্যকে ১ হাজার কোটির আর্থিক সাহায্যের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টাকা সঙ্গে সঙ্গেই রাজ্যকে দিয়ে দিয়েছিল কেন্দ্র। তারপর থেকে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ক্ষতির তুলনায় সাহায্য যথেষ্ট নয়। কেন্দ্র বাংলার সঙ্গে বঞ্চনা করছে।
রাজ্যের তরফেও আমফান ত্রাণে ৬,২০০ কোটি টাকার সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছিল। অন্যদিকে আমফানের টাকা বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছে বিরোধী দলগুলি।
إرسال تعليق
Thank You for your important feedback