আদি দল বলতে ইস্ট-মোহন

ইন্ডিয়ান সকার লিগে গতবছর অবধি যে সমস্ত ফুটবল দল খেলেছে সে সমস্তই বাণিজ্যিক কারণে তৈরি, এদের নাম গন্ধও আগে কেউ শোনেনি। আদি ফুটবল দল আজ কোথায়? গোয়ার ডেম্পো, সালগাওঁকার, পাঞ্জাবের পাঞ্জাব পুলিশ, কেরলের কেরালা পুলিশ, ব্যাঙ্গালোরের HAL, মুম্বইয়ের মফতলাল ইত্যাদি দলগুলি আজ কোথায় ? এই দল আদি অকৃত্রিম কিন্তু এই নামে দল কিনতে ইচ্ছুক ছিল না কেউই। বরং ISL শুরুর সময়ে ঠিকই হয় দেশের বিভিন্ন শহরে ওই শহর বা রাজ্যের নামে দল বানিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে যেমন IPL।


স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, পুরনো দলগুলিকে আমল না দিয়ে শুধু ইস্টবেঙ্গল ও মোহনবাগান কেন ? এক কর্মকর্তা জানালেন, নিজের শহর বা রাজ্যকে যেভাবে এলাকার মানুষ ভালোবাসে সেভাবে ওই টিমগুলির প্রতি তেমন আকর্ষণ ছিল না, পেশাদারি ফুটবলে এটা বিরাট সমস্যা সমর্থক জোগাড় করা। একমাত্র ইস্ট-মোহনের নিজেদের বিশাল সমর্থক আছে বলেই টিভি ও মাঠে বাণিজ্যিকভাবে এ খেলাকে বিক্রি করা যায়।|      

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post