হাফটাইমে জানা গেল তিনি করোনা পজিটিভ

তুরস্কের বিপক্ষে প্রথমার্ধের পুরোটাই খেলেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক দোমাগজ ভিদা। কিন্তু বিরতির পর অভিজ্ঞ এই ডিফেন্ডারকে আর মাঠে দেখা যায়নি। তাঁর মাঠে না নামার কারণটা জানার পর দুই দলের ফুটবলারদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। করোনা নিয়েই খেলেছিলেন ভিদা! বিরতির সময় তাঁর করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে।



ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, 'ক্রোয়েশিয়া জাতীয় দলের মেডিকেল স্টাফরা প্রথমে এই করোনা রিপোর্ট হাতে পাননি। ম্যাচের বিরতির সময় আসে খরবটি। এরপরই ভিদাকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা আরও জানিয়েছে, সোমবার সব খেলোয়াড়ের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। সেই ফলাফল নিয়েই ইস্তাম্বুলে প্রীতি ম্যাচটি খেলতে আসেন তাঁরা। কিন্তু বুধবার সকালে দ্বিতীয়বার করা করোনা পরীক্ষার ফল হাতে আসার আগেই তাঁরা খেলতে নেমে যান।  যারা ভিদার সংস্পর্শে এসেছিলেন তাদের সবার দ্রুত আবার পরীক্ষা করা হবে।

 

দ্বিতীয়বারের পরীক্ষায় ক্রোয়েশিয়া টিমের আরও একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি অবশ্য তুরস্কের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে খেলতে নামেননি। যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারাই কেবল স্টকহোম যাবেন সুইডেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলতে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post