চলতি আইএসলের দ্বিতীয় ম্যাচ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ও মুম্বই সিটি এফসি-র মধ্যে। শনিবার সন্ধ্যেয় এই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ১-০ গোলে হারালো মুম্বই সিটি এফসিকে। ৪৩ মিনিটের মাথায় মুম্বই দলের আহমেদ জাহোউজ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ফলে ম্যাচের বেশিরভাগ সময়ই মুম্বই ১০ জনে খেলায় সুবিধা হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। কিন্তু বল দখলের লড়াইয়ে প্রথম থেকে পিছিয়ে ছিল জন আব্রাহামের দল।
🎥 Highlights from last night's memorable win over the Islanders! 🔴⚪#StrongerAsOne pic.twitter.com/qwypbDoBT4
— NorthEast United FC (@NEUtdFC) November 22, 2020
কিন্তু দশজনের মুম্বইকে সামনে পেয়ে গোলের জন্য ঝাঁপায় তাঁরা। সুযোগও এসে যায়, ম্যাচের ৪৯ মিনিটের
মাথায় পেনাল্টি পায় নর্থ ইস্ট ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল দিয়ে এগিয়ে যায়। গোল করেন কয়েসি আপিয়াঁ। মুম্বাই সিটি এফসি ১০ জন মিলে খেলেও শেষ পর্যন্ত লড়াই করেছে। তবুও গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় তাঁদের। অপরদিকে নর্থ ইস্ট ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রইল।
إرسال تعليق
Thank You for your important feedback