আইএসএলে আজ গোয়া-বেঙ্গালুরু মহারণ

 

রবিবাসরীয় সন্ধ্যায় গোয়ার ফাঁকা স্টেডিয়ামে ভারতীয় ফুটবলের মহারণ। আইসিএলের তৃতীয় ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রির পাশাপাশি বাংলার ফুটবলপ্রেমীদের নজর থাকবে আরও একজনের দিকে। তিনি ফ্রান গঞ্জালেস, গতবারের আইলিগ জয়ে মোহনবাগানের অন্যতম কাণ্ডারি। এবার মোহনবাগান এটিকের সঙ্গে গাঁটছড়া বাঁধায় তিনি অন্যান্যদের মতো নতুন দলে সুযোগ পাননি। তাই বেঙ্গালুরুতেই সই করেছেন। নিজেই সোশাল মিডিয়ায় এই কথা পোস্ট করে লিখেছেন, ২৫৭ দিন পর মাঠে ফিরতে পেরে আমি উত্তেজিত।


 

গত আইলিগে ১৬ ম্যাচে ১০ গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন এই গোল মেশিন। ফলে এবার আইএসএলে নিজেকে প্রমান করতে মরিয়া থাকবেন ফ্রান গঞ্জালেস একথা বলাই বাহুল্য। আইএসএলে দুবারের রানার্স এফসি গোয়া। তাঁরাও নতুন বিদেশি ও কোচ এনে লড়াইয়ে তৈরি। দলে ১৯ জনই নতুন খেলোয়ার। নতুন স্প্যানিশ কোচ জুয়ান ফেরানন্দো জানিয়েছেন, আক্রমণাত্মক ফুটবল খেলবেন। অপরদিকে প্রায় একই দল ধরে রেখেছে বেঙ্গালুরু। দলে রয়েছে সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং সান্ধুর মতো দেশীয় তারকা। তাঁদের যোগ্য সঙ্গত করতে রয়েছেন দিমাস দেলগাদো, এরিক পার্তালু, নরওয়ের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান অপস্পেত, ব্রাজিলীয় উইঙ্গার ক্লেইটন সিলভারা। গত আইএসএলে সেভাবে জ্বলে উঠতে পারেনি বেঙ্গালুরু এফসি-র রক্ষণভাগ। এবার সেই দুর্বলতা দূর করাটাই সুনীল ছেত্রীদের সামনে বড় চ্যালেঞ্জ। অপরদিকে চলতি আইএসএলে এফসি গোয়ার প্রধান অস্ত্র হতে চলেছে কোচ জুয়ান ফর্নান্দো। এবার তিনি নতুন করে দল সাজিয়েছেন। শক্তপোক্ত আক্রমণভাগ এফসি গোয়ার প্রধান শক্তি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم