অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে বিরাট কোহলির দল। বোলিংয়ের পাশাপাশি ব্যার্থ প্রথমসারির ব্যাটসম্যানরাও। ফলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে রোহিত শর্মাকে কেন দলে নেওয়া হল না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ভারত অধিনায়ক বিরাট কোহলির একটি বাক্যই ভারতীয় ক্রিকেটের বিশেষজ্ঞ থেকে নেট দুনিয়ায় চরম বিতর্ক শুরু হয়েছে | কোহলি বলেছেন, রোহিত কতটা সুস্থ তা আগে পরিষ্কার করুক, তিনি কেন দলের সাথে অস্ট্রেলিয়াতে এলেন না? এখানেই প্রশ্ন, রোহিতের অস্ট্রেলিয়াতে আসা না আসা কি তাঁর উপর নির্ভর করে নাকি বোর্ড ঠিক করে দেবে? নেটিজেনরা প্রশ্ন তুলছেন রোহিত কেন বেঙ্গালুরুতে গেলেন? তাঁর সুস্থতা প্রমান করার জন্যই তো? এ বিষয়ে সৌরভ থেকে রবি শাস্ত্রী সবাই জানেন আর কোহলি জানেন না?
এই প্রশ্ন নিয়েই উত্তাল আসমুদ্র হিমাচল। তবে কী বোর্ড রাজনীতির শিকার রোহিত শর্মা? আজহারউদ্দিন বা ধোনির মতো কোহলিও কি দলটিকে রাশ নিজের হাতেই রাখতে? কোহলি ফর্মে নেই, অধিনায়ক হিসাবেও ইদানিং অসফল। সদ্য সমাপ্ত আইপিএলের পর শুক্রবারে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ওয়ান ডে ম্যাচেও ভালো কিছু করে দেখতে পারলেন না। অথচ সুস্থ থাকা বিশ্বের পয়লা নম্বর রোহিত শর্মা এখনও দেশের মাটিতে বসে রয়েছেন। একাংশের মতে, রোহিত অধিনায়ক হিসাবে অত্যন্ত সফল। আইপিএলে তিনি এটা বারবার প্রমান করেছেন। প্রশ্ন উঠেছে সে কারণেই, সে কারণেই কী রাজনীতি করে রোহিতকে ছিটকে দেওয়া হলো? যাতে ভারত অধিনায়কের দাবিদার না হয়ে উঠতে পারেন।


Post a Comment
Thank You for your important feedback