বিহার নির্বাচনের ফল আসার পর দেখা যাচ্ছে, এনডিও আর মহাগঠবন্ধনের ভোটের শতাংশের ফারাক মাত্রই ০.০৩ শতাংশ। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, ভোটের হিসেবে ৩ কোটি ১৪ লাখ ভোটের মধ্যে এনডিএ পেয়েছে ১,৫৭,০১,২২৬, মহাগঠবন্ধন ১,৫৬,৮৮,৪৫৮। এনডিএ-র ভোট ৩৭.২৬ শতাংশ, মহাগঠবন্ধনের ৩৭.২৩ শতাংশ।
I salute the public for the majority it gave to the NDA. I thank PM Narendra Modi for his support: Bihar CM and JD(U) leader Nitish Kumar pic.twitter.com/9qY8rrg8NZ
— ANI (@ANI) November 11, 2020
অন্যদিকে, সম্ভবত ১৬ নভেম্বর বিহারে মুখ্যমন্ত্রী পদে সপ্তমবার শপথ নেবেন নীতীশ কুমার। কবে এটাই হবে তাঁর চতুর্থ পুরো মেয়াদের মুখ্যমন্ত্রিত্ব। ফল ঘোষণার পর এখন শুরু হয়েছে নীতীশ মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রীদের পদ ও দফতর নিয়ে কথাবার্তা। এই ভোটে নীতীশের জেডি (ইউ)-কে ছাপিয়ে আসন সংখ্যায় অনেক এগিয়ে বিজেপি। ফলে মনে করা হচ্ছে, সিংহভাগ দফতরই যাবে বিজেপির হাতে। ইতিমধ্যেই হিন্দুস্তান আওয়াম মোর্চার সঙ্গে কথা শুরু হয়েছে। ফলপ্রকাশের পর সারাদিন নীরব থাকলেও বিকেলে মীতীশ টুইটে লেখেন, এনডিএ-কে গরিষ্ঠতা দেওয়ার জন্য জনগণকে স্যালুট জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Post a Comment
Thank You for your important feedback