দেশে করোনা সংক্রমণ গত ২৪ ঘণ্টায় ৪৪,৬৮৪। মারা গেলেন ৫২০ জন। এনিয়ো দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১,২৯,১৮৮ জন, মোট আক্রান্ত ৮৭,৭৩,৪৭৯। কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। একদিনে ৩,৮২৮টি কমে তা হয়েছে ৪,৮০,৭১৯। সুস্থ হয়েছেন ৮১,৬৩,৫৭২।
এদিকে, দিল্লিতে ২৮ অক্টোবর থেকে একলাফে অনেকটা বেড়েছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ সেদিন পৌঁছয় পাঁচহাজারের বেশি। বৃহস্পতিবার তা প্রথম ৮ হাজার ছাড়িয়েছে। দেওয়ালি ও বায়ুদূষণের জন্য ই বৃদ্ধি, এমনই ধারণা বিশেষজ্ঞদের। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আশা, আগামী ১০ দিনের মধ্যেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে।
অন্যদিকে, সিরাম ইন্সটিটিউট জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে তারা অ্যাস্ট্রাজেনেকার টিকার ১ কোটি ডোজ দিয়ে ভারতে টিকাদান শুরু করতে পারে। সেই লক্ষ্যে তারা টিকার উৎপাদন বাড়িয়ে দিয়েছে। তাদের টিকার নাম কোভিশিল্ড। এটি তৈরিতে সাহায্য করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখন এটির দ্বিতীয়-তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। ফল ভালো হলেই আগামী মাসে তার প্রয়োগের জন্য আবেদন জানাবে তারা, জানিয়েছেন আদার পুনেওয়ালা। ইতিমধ্যেই ৪ কোটি টিকা তৈরি।
إرسال تعليق
Thank You for your important feedback