জর্জিয়াতেও জয়ী বাইডেন, গদি ছাড়তে নারাজ ট্রাম্প

জর্জিয়াতেও জয় পেলেন জো বাইডেন। সেখান থেকে তিনি পেয়েছেন ১৬টি ইলেকটোরাল কলেজের ভোট। গত তিন দশক জর্জিয়া ছিল রিপালবলিকানদের শক্ত ঘাঁটি। ১৯৯১ সালের এই প্রথম সেখানে ডেমোক্রাট বাইডেন জিতলেন। ফলে তাঁর আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। তবে নর্থ ক্যারোলিনায় ট্রাম্পই জিতছেন বলে পূর্বাভাস।


অন্যদিকে, কবুল করার পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই ধারণা মার্কিন সংবাদমাধ্যমের।  এতদিন তিনি ভোটের ফলে কারচুপির অভিযোগে অনড় থেকে পরাজয় স্বীকার করেত রাজি ছিলেন না। শুক্রবার নির্বাচনের পর প্রথম সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, আগামী বছর নতুন করোনাভাইরাস লকডাউন জারি করার সময় তাঁর সরকার থাকবে না। তাঁর কথায়, "ভবিষ্যতে কার হাতে প্রশাসন থাকবে তা সময়ই বলবে। তবে এটা বলতে পারি, সরকার লকডাউনের পথে হাঁটবে না।" 


তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই  সামনের সারির করোনা যোদ্ধা, বয়স্ক ও ঝুঁকিপ্রবণ নাগরিকদের টিকা দেওয়া হবে। সাধারণ নাগরিকদের কাছে তা পৌঁছবে আগামী এপ্রিলে। তবে নিউইয়র্ক এই টিকা পাবে না বলেও তিনি জানিয়ে দেন। ট্রাম্পের দাবি, তাঁর সরকার ছিল বলেই এত তাড়াতাড়ি টিকা পাচ্ছেন মার্কিন নাগরিকরা। গত ৫ প্রকাশ্যেই ভোটে জালিয়াতির অভিযোগ করেছিলেন তিনি। তারপর তিনি মামলার পথেই এগোচ্ছেন বলে জানা গিয়েছে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم