কোয়ারেন্টাইনে ভারতীয় ক্রিকেট টিম

প্রায় দুই মাসের আইপিএল শেষ করার পর সামান্য বিশ্রামও পেলেন না ভারতীয় ক্রিকেটাররা। এবার আড়াই মাসের সফরে তাঁরা পৌঁছে গেছে অস্ট্রেলিয়ায়। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও চারটি টেস্টের সফরে অংশ নিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে টিম বিরাট কোহলি।


আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। তার আগে অস্ট্রেলিয়া সরকারের করোনাবিধি মেনে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ঢুকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। শহরের বাইরের প্রান্তে সিডনি অলিম্পিক পার্কের পুলম্যান হোটেলে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিরাটের জন্য। এদিকে নিউ সাউথ ওয়েলস সরকার কোয়ারেন্টাইনের সময় প্র্যাকটিসের অনুমতি দিয়েছে ভারতকে। এজন্য মধ্যে ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্ককে বায়ো সিকিওয়র্ড ভেন্যুতে বদলে দেওয়া হয়েছে।


এই পুলম্যান হোটেলের সবচেয়ে বিলাসবহুল ঘরটি পাচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। যেখানে নিয়মিত থাকেন অস্ট্রেলিয়ার রাগবি দলের কিংবদন্তি খেলোয়াড় ব্র্যাড ফিটার। অবশ্য ভারতীয় দলের পুরো আড়াই মাসের সফরে থাকবেন না কোহলি। অ্যাডিলেড ওভালে আগামী ১৭ ডিসেম্বর টেস্ট ম্যাচটি খেলেই ভারতে ফিরবেন অধিনায়ক। সন্তানসম্ভবা স্ত্রী আনুষ্কার পাশে থাকতেই শেষ তিনটি টেস্ট খেলবেন না কোহলি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم