সারা বছর ধরে যে পুজো বাঙালি হিন্দুরা পালন করেন তা নিঃসন্দেহে কালিপুজো বাংলার এমন কোনও প্রান্ত নেই যেখানে কালীমন্দির নেই। কালীর আরাধনা কঠিন, যারা পুজো করেন তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় চিরকালীন কিন্তু একসময়ে মানুষ নিজের এলাকা ছেড়ে ঠাকুর দেখতে ভিড় করত না কোথাও। কিন্তু বারাসাত সেই ভাবনা ভেঙে দিয়েছে। গতবছর অবধি বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটি দর্শনার্থীদের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে|
কিন্তু এবারে সতর্ক বঙ্গবাসী। দুর্গাপুজোয় রাস্তায় ভিড় আটকানো সম্ভব হয়নি। তাতে সংক্রমণ বেড়েছে যদিও ভয়াবহ নয়। কিন্তু কালীপুজো করা ক্লাবগুলি জানিয়েই দিয়েছে নমো নমো করেই পুজো হবে, কাজেই ভিড়ের প্রশ্নই নেই। অন্যদিকে বাজি পোড়াবে কিনা তা নিয়ে নিষেধ থাকলেও মানুষ বাড়িতেই থাকবে। শোনা গেল নেতাদের বাড়ির বা এলাকার পুজোতেও এবার নিমন্ত্রণ করছে না কাউকে, যদিও মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে গিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback