দীপাবলির আনন্দ মুছে গিয়েছে রঘুনাথপুরে

এবার দীপাবলির কোনও আনন্দ নেই তেহট্টের রঘুনাথপুর গ্রামে। সব স্তব্ধ। গ্রামের ছেলে ২৪ বছরের সুবোধ ঘোষ শহিদ হয়েছেন কাশ্মীরে, পাকিস্তানি সেনার হামলার জবাব দিতে গিয়ে। শুক্রবার বিকেল চারটে নাগাদ সুবোধের বাড়িতে ফোনে জানানো হয়, পাকিস্তানি সেনার গুলিতে মারা গিয়েছেন তিনি। তারপর থেকেই শোকে থম মেরে রয়েছে গোটা গ্রাম।


সুবোধের পরিবার সূত্রে জানা গিয়েছে, চার বছর ধরে সুবোধ সেনাবাহিনীতে  কর্মরত। গত জুলাই মাসে বাড়িতে এসেছিলেন ৪০ দিনের জন্য। কিন্তু বাড়ি ফিরেও বেশিদিন পরিবারের সঙ্গে কাটাতে পারেননি তিনি। করোনা কালে তার ছুটির অর্ধেক দিন কাটাতে হয়েছিল নিভৃতবাসে। তবুও ছুটি বাড়ানোর চেষ্টা করলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ তা মানেনি। বাধ্য হয়ে কর্মস্থলে ফিরে হয়েছিল সুবোধকে। গতবছরই  বিয়ে করেছিলেন সুবোধ। রয়েছে তাঁর তিনমাসের একটি কন্যা সন্তান।


সুবোধের মা বাসন্তী ঘোষ জানান, বিকেলে কাশ্মীর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, পাকিস্তানের সেনার গুলিতে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। সুবোধ ফোন করে বাড়ির প্রত্যেকের খোঁজ নিতেন। কিন্তু শুক্রবার সকাল থেকে তিনি ফোন করেননি। ফোন বন্ধ ছিল। এইভাবে স্ত্রী অনিন্দিতা ঘোষ বলেন, বৃহস্পতিবার ছোট মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া হয়েছিল। এই কারণে আমার স্বামী বারবার ফোন করে খোঁজ নিয়েছেন। 

 কিন্তু শুক্রবার সকাল থেকে ফোন না করায় প্রত্যেকেই ওকে ফোন করেছি। কিন্তু ফোন বন্ধ ছিল। পরে বিকেল নাগাদ কাশ্মীর থেকে ফোন এলে তারা আমাদের বিয়ে সংক্রান্ত বিষয়ে জানতে চায়। পরে আবার ফোন করে মৃত্যুর খবরটি জানায়। তিনি আরও বলেন ডিসেম্বরে ছুটিতে আসার কথা ফোনে জানিয়েছিল সুবোধ। তিনি আর আসবেন না। এখন তাঁর দেহের অপেক্ষায় গোটা রঘুনাথপুর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم