বার্সেলোনা থেকে বাদ পড়লেন ক্লান্ত মেসি

আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। পায়ের চোট উপেক্ষা করেই খেলেছেন লিওনেল মেসি। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে, কঠিন ম্যাচে নেমেছিলেন মেসি। ম্যাচটি যদিও ০-১ গোলে হারে বার্সা। 

 

মঙ্গলবার ডায়নামো কিয়েভের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কোম্যানের বার্সেলোনা। ম্যাচের সেই স্কোয়াড থেকে বাদ পড়লেন মেসি। ৯ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ খেলে লিগ শীর্ষে বার্সা জি গ্রুপে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ডোদের জুভেন্টাস। কোম্যান বলেছেন লিও ছাড়াও খেলবে না ফ্র্যাঙ্কি ডি জং। আমরা চ্যাম্পিয়ান লিগে ভালো জায়গায় আছি। তাই এটা ওদের বিশ্রামের ভালো সময়।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم