অবশেষে হার মানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, তারা শেষপর্যন্ত বাইডেনের কাজ করার পথে সব বাধা হটিয়ে দিচ্ছে। ট্রাম্প বলেছেন, যা যা করার আপনারা করুন।
তবে একইসঙ্গে ট্রাম্প সেই একই টুইটে বলেছেন, তাঁর মামলা কঠোরভাবেই চলছে। এই লড়াই ভালোভাবে লড়া হবে। তাঁর বিশ্বাস, জয়ী হবেন তিনিই। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা হস্তান্তরে সম্মতি দিয়ে ট্রাম্প ৩ নভেম্বরের ভোটে পরাজয় স্বীকার করে নিয়েছেন। ভোটে জালিয়াতি নিয়ে তাঁর অভিযোগের সারবত্তা নেই, বিশ্বাসযোগ্যতাও নেই। মিশিগানে ট্রাম্পের পরাজয়ের পর তাঁর দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারাও তাঁকে হার মানার পরামর্শই দিয়েছেন।
এখন থেকে বাইডেনের নতুন প্রশাসনিক দল সরকারি কোষাগার, অফিসের অধিকার পেল। তারা সরকারি অফিসারদের সঙ্গে বৈঠকও করতে পারবে। বাইডেন ইতিমধ্যেই প্রাক্তন আমলা অ্যান্টনি ব্লিঙ্কেনকে নতুন স্বরাষ্ট্রসচিব বলে ঘোষণা করেছেন। বাইডেন গোয়েন্দা বিভাগ এবং অর্থবিভাগে দুজন মহিলাকে প্রধান হিসেবে নিয়োগ করেছেন। পরিবেশ সংক্রান্ত বিষয় সামলাবেন জন কেরি। অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে প্রথম লাতিনো আইনজীবী আলেজান্দ্রো মেওর্কাস।
إرسال تعليق
Thank You for your important feedback