এবার ভার্চুয়াল পুজো পাবেন নৈহাটির বড়মা

করোনা আবহেই এবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে কালীপুজো। বাদ যাচ্ছে না উত্তর ২৪ পরগনার নৈহাটির বড়মাও। এখানকার পুজোতেও করোনার পরিস্থিতির প্রভাব। এবার বড়মার পুজোতে থাকবে না অগণিত ভক্তদের ভিড়। পুজো দেখা যাবে অনলাইনে। পুষ্পাঞ্জলিও দেওয়া যাবে ভার্চুয়ালি। এবার গ্রহণ করা হবে না পুজোর জন্য কোনও ফল-মিষ্টিও। নৈহাটির বড়মা বা বড় কালীর কাছে বহু মানুষ মানত করেন। মানত পূরণ হলেই তাঁরা নৈহাটির অরবিন্দ রোডের উপর দণ্ডি কেটে পুজো দিতে আসেন। এবার বন্ধ থাকছে দণ্ডি কাটার পর্বও। 


নৈহাটি বড়কালী পুজো সমিতি জানিয়েছে, করোনা সংক্রমণের জন্য এই বছর বন্ধ রাখা হবে নিরঞ্জনের শোভাযাত্রাও। সমিতির তরফে আরও জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে মানসিক পুজো গ্রহন করা হয়েছে মূল মন্দিরে। তবে এবার করোনা সংক্রমণ এড়াতে ভক্তদের থেকে ফুল-ফল-মিস্টি গ্রহন করা হয়নি। পুজোর দিন থেকে নিরঞ্জনের দিন পর্যন্ত বড়মার মূল মন্দির বন্ধ রাখা হবে। তবে পুস্পাঞ্জলি দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। 


উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতকে কালীপুজোর আয়োজনে প্রতিবছরই টেক্কা দেয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটি। আর নৈহাটির অন্যতম প্রধান হল বড়মা বা বড় কালীর পুজো। ৯০ বছরের এই পুজোর প্রতিমাতেই রয়েছে বিশেষত্ব। নৈহাটির বড়মা উচ্চতায় ২১ ফুট। ঘোর কৃষ্ণবর্ণা প্রতিমা বিপুল সোনার গয়না পরিহিতা। 

 কোজাগরী লক্ষ্মীপুজোর দিন কাঠামো পুজো করে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। অতি জাগ্রত  এই পুজোতে প্রচুর ভক্ত মানসিক করেন। আর মানসিক পূরণ হতেই তাঁরা সোনার গয়না দেন বড়মাকে। ফলে প্রায় দেড় কোটি টাকার বেশি মূল্যের সোনা ও রুপোর অলঙ্কারে সজ্জিতা হন বড়মা। এই পুজোতে কোনওরকম চাঁদা নেওয়া হয় না। সদস্যদের আর্থিক সহায়তা ও ভক্তদের অনুদানেই পুজো পেয়ে আসছেন নৈহাটির বড়মা।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم