ভারতীয় সেনার জবাবি গুলিতে মারা গিয়েছে পাক সেনাবাহিনীর ৮ জওয়ান। শুক্রবার পাকিস্তানি সেনা নিয়্ন্ত্রণরেখা লঙ্ঘন করায় ভারতীয় সেনা পাল্টা গুলি চালায়। যেসব পাক সেনা মারা গিয়েছে তাদের মধ্যে রয়েছে ২-৩ জন পাকিস্তান সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি-র কম্যান্ডো। আরও ১০-১২ জন পাক জওয়ান জখম হয়েছে। পাকিস্তানে বহু বাঙ্কার, জ্বালানির ডিপো, লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা।
শুক্রবার কাশ্মীরের উরি সেক্টর থেকে গুরেজ সেক্টরে সীমা লঙ্ঘনের একাধিক ঘটনায় গুলি বিনিময়ে তিন নিরাপত্তারক্ষীসহ ৬ জন শহিদ হওয়ার পর এই ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী মর্টার ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায়। উরির নাম্বলায় পাক গোলায় দুই ভারতীয় সেনা জওয়ান শিহদ হয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback