নিজের দখলে কতটা বল রাখবেন আঁপিয়া?

জি.এম.সি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সপ্তম আইএসএলের সপ্তম ম্যাচ। মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম কেরালা ব্লাসটার।  ২০২০-২১ র চলতি মরশুমে প্রথম ম্যাচ থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে।



 

প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড ১-০ গোলে জয়ী হয়েছে, মুম্বই সিটি এফসি  বিরুদ্ধে। কিন্তু ম্যাচে বল দখলের লড়াইয়ে মুম্বইয়ের কাছে হেরে গেলেও কয়েসি আঁপিয়া গোলে জয়ী হয়েছে জন আব্রাহামের দল। কিন্তু কেরালা প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হেরে গেলেও, আজকের ম্যাচ জিতবে বলে আশাবাদী কেরালার সমর্থকরা। আইএসএলের পয়েন্ট তালিকায় ঠিক কতটা পরিবর্তন হবে? আজকের ম্যাচের পর সেই দিকে তাকিয়ে  ফুটবল প্রেমীরা।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post