বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছে পাকিস্তান এয়ারলাইন্স। বিশ্বের ১৮৮ দেশে উড়ানে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এই পাকস্তানের সরকারি বিমান পরিবহণ সংস্থা। বলাই বাহুল্য আর এটা হলে ইমরান খানের বিড়াম্বনা আরও বাড়বে। কেন এমন হতে পারে? সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, আন্তর্জাতিক উড়ানের বেশ কয়েকটি মানদন্ডে ব্যর্থ হয়েছে পাকিস্তান এয়ারলাইন্স। আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্তা ICAO এই বিষয়টি দেখে। তাঁদের ঠিক করে দেওয়া মানদন্ড অনুযায়ী বিমান চালাতে হয় আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে। ICAO বারেবারে পাক বিমান সংস্থাকে পরিষেবার মান উন্নতি করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেটা উপেক্ষা করে গিয়েছে পাকিস্তান এয়ারলাইন্স। এবার করা পদক্ষেপ নিতে পারে ICAO, এমনটাই জানা যাচ্ছে।
এছাড়াও পাকিস্তানি পাইলটদের লাইসেন্স বিতর্কও নিষেধাজ্ঞা আরোপের মূখ্য ভূমিকা নিতে পারে। পাক বিমান চালকদের জাল লাইসেন্স সহ কয়েকটি নিয়ম ভাঙার বিষয়ে আগেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল ICAO কর্তৃপক্ষ। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের ২৬২ জন পাইলটের লাইসেন্স ও যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এর মধ্যে ছিলেন পাকিস্তান এয়ারলাইন্স-এর ১৬১ জন পাইলট। যার জেরে এই নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসতে পারে। এর ফল বিশ্বের ১৮৮টি দেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান। প্রসঙ্গত, পাকিস্তান এয়ারলাইন্সের উড়ানে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়নেও একই নিষেধাজ্ঞা রয়েছে। এবার বিশ্বের বাকি দেশেও পাক বিমান সংস্থার বিমান নামতে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
Post a Comment
Thank You for your important feedback