পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে রাজ্যের পাওনা জিএসটি মিটিয়ে দিন। মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে ৮ রাজ্যের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বৈঠকে এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সবাইকে দ্রুত করোনার টিকা দেওয়ার ব্যাপারে তিনি কেন্দ্র ও সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলিকে সহযোগিতা করবেন। এদিন বাঁকুড়া সার্কিট হাউজ থেকে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পক্ষে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব।
দিল্লিতে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন এবং নীতি আয়োগের চেয়ারম্যান। বৈঠকে আরও ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে বলেছেন, ১০ তারিখে সর্বোচ্চ হওয়ার পর থেকে দিল্লিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। বেলা দুটোয় করোনার টিকা বন্টন নিয়ে আরেক দফা বৈঠক করবেন মোদি। দ্বিতীয় দফার এই বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীই।
Post a Comment
Thank You for your important feedback