মিস্টার ডিপেন্ডেবল এবং কম কথা বলা প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় অবশেষে মুখ খুললেন, অবশ্য নেতিবাচক কোনো কথা নয়। বর্তমানে জাতীয় ক্রিকেট আকাদেমির পরিচালক রাহুল এবারের IPL দেখে খুশি। বন্ধুবর সৌরভের কাছে তাঁর আবেদন, IPL-এর দল আরও বাড়ানো হোক। সম্প্রতি একটি অনুঠানে তিনি এই ক্লাব ক্রিকেটের প্রশংসা করেছেন।|
দ্রাবিড় জানান, রঞ্জি ট্রফিতে অনেক ক্রিকেটার সুযোগ পান না ফলের তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ কম কিন্তু IPL কোনও আন্তর্জাতিক খেলা না হয়েও জনপ্রিয়তা পেয়েছে এবং বহু প্রতিভা প্রমান করতে পেরেছেন তাঁদের যোগ্যতা। কিন্তু আরও প্রতিভা আছে। রাহুল জানেন আজকের ক্রিকেটের জনপ্রিয়তা সাদা বলের সীমিত ওভারের খেলা। তিনি মনে করেন, সাদা বলের সেরা সময় এই দশক। এই সময়ে ভারত সেরা পারফর্মেন্স করেছে, বিশ্বকাপও জিতেছে।
Post a Comment
Thank You for your important feedback