আইএসএলে ইস্টবেঙ্গলের অধিনায়কের নাম জানালেন কোচ ফাওলার

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। এরপরই আইএসএলে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। ফলে নতুন আঙ্গিকে চিরকালীন ডার্বি দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের ফুটবলপ্রেমী মানুষ। এই আবহেই এসসি ইস্টবেঙ্গলের তারকা কোচ রবি ফাওলার বেছে নিলেন দলের অধিনায়ক এবং সহ অধিনায়ককে। আর ক্লাবের অফিসিয়াল টুইটারে সেকথা ফলাও করে প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। 


ডার্বির দামামা প্রায় বেজে গিয়েছে। শুক্রবারই গোয়ায় ফাঁকা স্টেডিয়ামে মাঠে নামবে যুযুধান দুই দল। এসসি ইস্টবেঙ্গল জানিয়েছে, দলের নতুন অধিনায়ক হচ্ছেন ব্রিটিশ ফুটবলার ড্যানিয়েল ফক্স। আর সহ অধিনায়ক হচ্ছেন আইরিশ তারকা অ্যান্থনি পিলকিংটন। আর দলে এই সম্মান পেয়ে দুই ফুটবলারই উচ্ছ্বসিত, তাঁরা জানিয়ে দিয়েছেন, ক্লাবের সম্মানের জন্য ডার্বি ম্যাচে তাঁরা উজাড় করে দেবেন। 


ডার্বি ম্যাচ দিয়েই এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলারের ভারতে নতুন ইনিংস শুরু হবে। তাই তিনি উত্তেজিত। যদিও তিনি চান না এই উত্তেজনার রেশ ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পরুক। তিনি তাঁর বিখ্যাত ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের মতোই ইস্টবেঙ্গলকে খেলাতে চাইছেন। লড়াই ও আক্রমণই দলের ফুটবলারদের মধ্যে মূল মন্ত্র বেঁধে দিয়েছেন ফাওলার। 


জানা যাচ্ছে, ৩-৫-২ এই আক্রমণাত্মক পদ্ধতিতে দল সাজাচ্ছেন ফাওলার। এই পদ্ধতিতে উইং ব্যাক যেমন ওভারল্যাপে যাবেন আবার তাঁরাই প্রয়োজনে রক্ষণে নেমে দলকে সাহায্য করবেন। তবে লং বল নয়, বল ধরে পজিশন রেখে আক্রমণ তৈরি করাই তাঁর লক্ষ্য। আবার সেটপিসের জন্য আলাদা করে অনুশীলণ করিয়েছেন ফাওলার। ভারতীয় ফুটবলে সম্ভবত প্রথমবার তিনি কোচিং টিমে একজন সেটপিস কোচ আমদানি করেছেন। টেরেন্স ম্যাকফিলিপ্স নামে ওই সেটপিস কোচ আলাদা করে ফ্রি-কিক, পেনাল্টি ও কর্নার অনুশীলণ করাচ্ছেন। 

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post