ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) বঙ্গ ক্রিকেটকে জিইয়ে রাখতে আইপিএলের আদলে আয়োজন করে ফেলেছে টুর্নামেন্টের। টুর্নামেন্টের সূচিও প্রকাশ পেয়ে গিয়েছে। ফলে সূচি অনুযায়ী এবার বাংলা ফুটবল ও ক্রিকেটের ডার্বি পড়েছে ২৪ ঘণ্টার মধ্যেই। যা নিয়ে দু দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
২৭ নভেম্বর মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান আইএসএলে ফুটবলের ডার্বিতে। ২৮ নভেম্বর মুখোমুখি হবে ময়দানের দুই প্রধান ক্লাব ইডেন গার্ডেন্সে ক্রিকেটের ডার্বিতে। বঙ্গবাসী দেখবে ২৪ ঘন্টার মধ্যে জোড়া ডার্বি, ইলিশ বনাম চিংড়ির লড়াই। রঞ্জি ট্রফির খেলার পাশাপাশি করোনা আবহের আগে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ছিল শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ইডেনে।
সেভাবে ধুমধাম করে ম্যাচের আয়োজন হয়নি তারপর। এবার ঘরোয়া ক্রিকেট হলেও, ধুমধাম করে আয়োজন করা হচ্ছে খেলার। বঙ্গ ক্রিকেট সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, এই টুর্নামেন্ট শুধুমাত্র বাংলা থেকে প্রতিভা তোলার জন্য। এই টুর্নামেন্টে নজর কাড়তে পারেন সিনিয়র ক্রিকেটাররাও। ম্যাচ সরাসরি সম্প্রচার হতে চলেছে ফ্যান কোড অ্যাপে।
Post a Comment
Thank You for your important feedback