রাজ্যের বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকছেন কৈলাশ বিজয়বর্গীয়ই। তবে তাঁর সহযোগী হিসেবে অরবিন্দ মেননের সঙ্গে যুক্ত করা হয়েছে আইটি সেলের অমিত মালব্যকেও। অনুপম হাজরাকে বিহারে ভূপেন্দ্র যাদবের সহযোগী হিসেবে নিয়োগ করা হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদারকে সিকিমের এবং সুভাষ সরকারকে ঝাড়খণ্ডের সহকারী দায়িত্বে দেওয়া হয়েছে।
শুক্রবার দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। উত্তরপ্রদেশে দলের দায়িত্বে আনা হয়েছে সহ সভাপতি রাধামোহন সিংকে। জাতীয়স্তরে দলের সাংগঠনিক রদবদলের পর এবার রাজ্যস্তরে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হল। বৈজয়ন্ত পাণ্ডাকে দিল্লি ও অসমের দায়িত্ব দেওয়া হয়েছে। মুরলীধর রাও পেলেন মধ্যপ্রদেশের দায়িত্ব। ওডিশা, ছত্তিশগড়ে থাকবেন ডি পুরন্দেশ্বরী। অন্ধ্রপ্রদেশের দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের।
Post a Comment
Thank You for your important feedback