মধ্যপ্রদেশের বাঙালিদের কাছে টানতে এবার জয়া বচ্চনের মাকে বোঝাতে শুরু করল সেরাজ্যের বিজেপি। সমাজবাদী পার্টির সাংসদ জয়ার মা ইন্দিরা ভাদুড়ির বয়স ৯০ বছর। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র শুক্রবার জানিয়েছেন, বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে ইন্দিরা দেবীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জয়া বচ্চনের বাবা সাহিত্যিক তরুণকুমার ভাদুড়ি ছিলেন ভোপালের বাসিন্দা। অমিতাভ পত্নী জয়ারও বেড়ে ওঠা সেই শহরেই। আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আয়োজিত ভোপালের বাঙালিদের ওই সভায় যেতে তাঁকে বোঝাতে নেমেছেন স্থানীয় বিজেপি নেতা তপন ভৌমিক। তাঁর সঙ্গে দেখা করেন নরোত্তমও।
নরোত্তমকে প্রশ্ন করা হয়, ইন্দিরার সঙ্গে কথায় তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও আলোচনা করেছেন। নরোত্তম জানান, তিনি পশ্চিমবঙ্গের খারাপ পরিস্থিতির কথা জানিয়েছেন। জে পি নাড্ডার ওপর হামলার কথাও তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বেকারি ও খাদ্যের অভাবের কথাও বলেছেন। এর একমাত্র সমাধান মোদি।
Post a Comment
Thank You for your important feedback