আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মহেন্দ্রনাথ রায়, খুশি রাজবংশীরা



আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। সোমবার তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী এবং শাসক দলের শিক্ষক সংগঠনের নেতা কনোজবল্লভ গোস্বামী সহ রাজবংশী ভাষা আকাদেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন। উল্লেখ্য, এই প্রথম রাজবংশী সম্প্রদায়ের একজন অধ্যাপক উপাচার্য হিসেবে যোগদান করায় খুশি সম্প্রদায়ের মানুষজন। উপাচার্য ছাড়াও এদিন এছাড়াও নবনিযুক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জগদীশচন্দ্র রায়। 


২০১৮ সালে প্রথম আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কর্মসূচি পাঠানোর হয়। অবশেষে ২০২০ সালে আলিপুরদুয়ার কলেজ মাঠের পাশের জমিতেই বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রক্রিয়া শুরু হয়। এদিন রাজবংশী নৃত্যের মাধ্যমে বরণ করা হয় উপাচার্যকে। দায়িত্ব গ্রহণ করার পর উপাচার্য মহেন্দ্রনাথ রায় বলেন, "এই দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। আমার আশা এই শিক্ষাবর্ষেই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়ে যাবে। এই অঞ্চলে বিভিন্ন জনজাতির মানুষের বসবাস রয়েছে। সকলকে নিয়েই এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে স্থান রাখার চেষ্টা করব। এছাড়াও এখানে প্রচুর চা-বাগান  রয়েছে, স্বাভাবিকভাবেই এখানকার চা শিল্পকে আরও কী করে উন্নত মানের করা যায় সে বিষয়ে গবেষণাও করা হবে।' 

অন্যদিকে রাজবংশী ভাষা আরাদেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন বলেন, 'এই প্রথম রাজবংশী সম্প্রদায়ের কোনও ব্যক্তি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি খুবই আনন্দিত। আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে বিশেষ স্থান অধিকার করে নেবে।'


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post