এবার টুইট যুদ্ধে অনুরাগ কাশ্যপ আর অনিল কাপুর! সম্প্রতি 'দিল্লি ক্রাইম' নামের একটি হিন্দি ওয়েবসিরিজ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এমি অ্যাওয়ার্ড পাওয়ায় সিরিজের অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন অনিল কাপুর। আর সেই টুইট শেয়ার করেই অনিলকে 'অস্কার' নিয়ে ব্যঙ্গ করেন পরিচালক অনুরাগ কশ্যপ। এমনকী বলিউড থেকে অবসরও নিতে বলেন তিনি। চুপ থাকেননি বলি অভিনেতাও, অনুরাগকে পাল্টা খোঁচা দিয়েছেন অনিলও।
তবে আদতে এটা টুইট যুদ্ধ না নতুন কোনও গিমিক, সে বিষয়ে অবশ্য সন্দেহ রয়েছে। দু'ই সেলিব্রিটির টুইট যুদ্ধের মধ্যেই নজর কেড়েছে অনুরাগ কাশ্যপের প্রথম পোস্টের তলায় নেটিজেনের কমেন্ট। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এটা আদপে একটি নতুন প্রোজেক্টের প্রচার'। ছবিটির উপরে রয়েছে নেটফ্লিক্সের লোগো, সঙ্গে লেখা, ‘এ কে বনাম এ কে'। সত্যিটা কী তা জানতে এখন অপেক্ষা করতেই হবে দর্শকদের।Nice to see some deserving people get international recognition. Waise, aapka Oscar kidhar hain? No? Achha... nomination? 😜 https://t.co/P2ZuiPOUWP
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020

Post a Comment
Thank You for your important feedback